এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে সাদা মনের মানুষ ও মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পৌর মেয়র রমজান আলী।
শুক্রবার বিকালে শহরের বেউথা এলাকার ফিফ রেষ্টুরেন্টে এস.এস.সি ৯৭ গ্রুপের মানিকগঞ্জ জেলা গ্রুপ ক্রিয়েটা মোস্তাফিজুর রহমান সেজুতি বাবুর সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ পরিচালক মো: নাজমুল ইসলাম সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি,প্যানেল মেয়র-৩ ডা: জেসমিন আক্তার, পৌর কাউন্সিল মো: উজ্জল হোসেন, আবু মো: নাহিদ,শতরুপা মানবিক ফাউন্ডেশনের মহাসচিব মো: আবুল কালাম আজাদ, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিস্ট্রার চিকিৎসক মোহাম্মদ রেজাউল হোসেন, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড.ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট দেওয়ান মতিন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র রমজান আলী বলেন, মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত মোজ্জাম্মেল হোসেন মোল্লা আসলেই তিনি মানবতার ফেরিওয়ালা। তিনি প্রবাসে থেকেও মানিকগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় মসজিদ, মাদরাসা, কবরস্থান,গরীব ও মেধাবীদের আর্থিক সহায়তা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুস্থ্য মানুষকে সহায়তা করে আসছে। আগামীতেও এই মানবিক কাজ করে মানব সেবা করে যাবেন। আমি তার সুস্বাস্থ্যে ও সফলতা কামনা করি।