নুসরাত জাহান তনিমা, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মো: রমজান আলী।
আজ সকালে পৌরসভার মিলনায়তনে পৌরসভার আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা,প্যানেল মেয়র-৩ ডা: জেসমিন আক্তার, ৯ নং ওয়ার্ডের কাউন্সিল উজ্জল হোসেন, নারী সংরক্ষিত কাউন্সিল রাজিয়া সুলতানা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সচিব মো: বজলুর রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেন সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্য পৌর মেয়র রমজান আলী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। আজকের এই দিনে বঙ্গবন্ধুসহ আর পরিবারের সদস্যদের যেভাবে হত্যা করা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি করেছে। এই ঘটনার সহিত জরিতদের দেশে ফিরিয়ে এনে ফঁাসির দাবি জানান।
আলোচনা শেষে সকলের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌরসভার মেয়র রমজান আলী নেতৃত্বে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান কর্মকর্তা ও কর্মচারীরা।