স্টাফ রিপোর্টার:
হারুনার রশিদ খান মুন্নুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা।
সাবেক মন্ত্রী ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে মুন্নু মেডিকেল কলেজ হসপিটাল। গতকাল সকাল ৮টা থেকে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় পড়ে যায় হসপিটাল প্রাঙ্গণে। প্রায় ৫৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন বলে জানান মুন্নু মেডিকেল কলেজ হসপিটালের উপ-পরিচালক এসএম মনিরুজ্জামান। এ ছাড়া মুন্নু সিটিতে শায়িত মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা। মুন্নু মেডিকেল কলেজ হসপিটালের উপ-পরিচালক এসএম মনিরুজ্জামান বলেন, ২০১৭ সালের ১লা পহেলা আগস্ট সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু স্যারের মৃত্যুর পর থেকেই প্রতিবছর মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকীতে মানবতার সেবায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দুঃসময়ে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে পেরে মানুষজন খুশি।
চিকিৎসাসেবায় আউটডোরে টিকিট ফ্রি মেডিকেল টেস্ট, হসপিটালে ভর্তি ফিজিওথেরাপি এবং সবধরনের অপারেশনে ২৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। এ ছাড়া যারা ১৭ই আগস্ট চিকিৎসাসেবা নিয়েছেন তাদের জন্য একমাস মেডিকেল টেস্ট, হসপিটালে ভর্তি, ফিজিওথেরাপি এবং সবধরনের অপারেশনে ২৫ শথাংশ ছাড় বলবৎ থাকবে। তিনি আরও বলেন, সকাল থেকে আমাদের হসপিটালের বিভিন্ন বিভাগের ৫৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। পাশাপাশি এই সেবায় প্রায় দেড় শতাধিক সদস্য কাজ করেছেন। দিনশেষে প্রায় আড়াই হাজার রোগী আমাদের এখানে চিকিৎসাসেবা নিয়েছেন।
তবে রোগীদের মধ্যে মহিলা ও শিশু রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা ম্যাডামের সার্বিক দিকনির্দেশনায় সফলভাবে আমরা বিনা মূল্যে চিকিৎসসেবা কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।
এদিকে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই মুন্নু সিটিতে কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন মুন্নু মেডিকেল কলেজ, মুন্নু মেডিকেল কলেজ হসপিটাল, মুন্নু নার্সিং ইউনিট ও মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মুন্নু ফেব্রিক্স লিমিটেডসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বেলা ১২টায় মরহুম হারুনার রশিদ খান মুন্নুর বড় মেয়ে মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা তার বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মো. আখতারুজ্জামান, মূন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জহিরুল ইসলাম, মুন্নু মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার বোরহান উদ্দিন আহমেদ, মুন্নু মেডিকেল কলেজ হসপিটালের উপ-পরিচালক এসএম মনিরুজ্জামানসহ মুন্নু গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এ সময় আফরোজা খান রিতা বাবার কবরের পাশে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।