এস এম আকরাম হোসেন :
আন্তার্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
আজ (৩০আগষ্ট) বুধবার সকালে শহরের বেউথা ব্রীজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বেউথা বাজার সড়ক মোড় প্রদক্ষিণ শেষে সংখিপ্ত সমাবেশে করে।
এসময় বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। এসময় আরোও উপস্থিত পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সার, দপ্তর সম্পাদক এ্যাড: আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবির, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুর রহমান রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল,মহিলা দল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, দেশে গনতন্ত্র নেই।বিএনপির শান্তির্পর্ণ আন্দোলনকে দমনের জন্য নেতাকর্মীদের হামলা মামলা ও গুম করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন পাতানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন।