সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এসএসসি পরীক্ষার্থী মো. সিয়াম হোসেন(১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চারিগ্রাম এসএ খান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ছিল। সে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশের হাটি গ্রামের সৌদি আরব প্রবাসী জিগির আলী ওরফে সনুমিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে,উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামের সৌদি আরব প্রবাসী ছেলে সিয়াম হোসেন (১৭) চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। গত ১১ সেপ্টেম্বর রাতে সিয়াম জ্বর অনুভব করলে পরিবারের লোকজন তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শরাপন্ন হন। পরে তার বিভিন্ন পরীক্ষায় ডেঙ্গু জ্বর শনাক্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাভারের এনাম মেডিকল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইসিসিইউতে নিবির পর্যবেক্ষণে রাখা হয়। গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। সিয়ামের মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার সকাল ১০ টায় দাশেরহাটি জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।