হরিরামপুর প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেডের দাবীতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
শনিবার দুপুরে হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সহকারী শিক্ষক সমাজ।
এদিকে মানববন্ধন চলাকালীন সময়ে সহকারী শিক্ষক সমাজের নেতৃবৃন্দের অনুরোধে আন্দোলনকারীদের সাথে একাত্বতা ঘোষণা করে তাদের সাথে দেখা করেন হরিরামপুর উপজেলা পরিষদের বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। তিনি আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখার আহবান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবুল কালাম আজাদ বাবু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা শাখার সহ-সভাপতি মো: সামছুল আলম, ফাহমিদা আক্তার, সহকারী সাধারন সম্পাদক মনিরুজ্জামান চাতক, শিক্ষক নেতা ননী বালা সরকার, কামাল হাসান,রতন চন্দ্র দাশ, কাউছার আলী প্রমূখ ।