শিবালয় প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার সকল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সোমবার সন্ধ্যায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ নুর-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দূর্গাপূজায় যে কোন মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্ভিঘ্ন করণে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান। অতিতের ন্যায় যে কোন মূল্যে পূজার পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শেষ করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয় এবার শিবালয় উপজেলার ৯২টি মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবালয় উপজেলা শাখা সভাপতি বাবু রথীন সাহা, সাধারণ সম্পাদক এডভোকেট সুকুমার সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, আনসার বাহিনী ও দমকল বাহিনী কর্মকর্তা,পূজা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন।