স্টাফ রিপোর্টার :
বেগম খালেদা জিয়ার জীবন-মৃত্যু নিয়ে না ভেবে, নিজে কতোদিন টিকতে পারবেন সেই চিন্তা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন রাখেন, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতারা খেলা হবে বলছেন, কিন্তু বিরোধী দলের সবাইকে জেলে দিলে, কার সাথে খেলবেন? এবার আর ফাঁকা মাঠের সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব।গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সংহতি সমাবেশ করে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। রাজধানীর বিজয়নগরে এই সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন দেখে সরকার দিশেহারা বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। উন্নয়নের নামে লুটপাট এবং মিথ্যাচার না করতে সরকারের প্রতি আহবান জানান তিনি। বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে, মামলাকে হাতিয়ার করেছে ক্ষমতাসীনরা।
বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগের মামলায় আটক রেখে, সরকার তাকে হত্যা করতে চাচ্ছে বলে আবারো অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
এই সংহতি সমাবেশে অংশ নেন সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দ্রুত পদত্যাগ না করলে সরকারের পরিনতি ভালো হবে না।