মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আমি জানি ফরিদপুরে কোন বিশ্ববিদ্যালয় নেই। ইনশাআল্লাহ, আবারও নির্বাচিত হলে, ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় করে দেবো। মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন শেষে ফরিদপুরের ভাঙ্গায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের জনসভায় দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ফরিদপুর সবসময় অবহেলিত ছিল। আমরা সরকারে এসে উন্নয়ন করেছি। আমি জানি, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় নেই। ইনশাআল্লাহ, আবার সরকারে এলে সেটা করে দেবো।
তিনি বলেন, আমার বাবা-মা, ভাই-বোন কেউ নেই। আছে শুধু বাংলাদেশের জনগণ। তাদের জন্যই আমার কাজ। আমরা সরকারে এসে সব ধরনের সেবা নিশ্চিত করেছি। কমিউনিটি ক্লিনিক, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট করে দিয়েছি।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। এছাড়া এ জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।