স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা উত্তরপাড়া সাজি বেগমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ওই পরিবারে ৪টি গরু,১টি ছাগল,২লক্ষ টাকা ,১টি ঘর ও ঘরে থাকা মালামালসহ প্রায় ৮লক্ষ টাকার মালামাল পুড়ে ভুস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে। কেউ বলছে চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত কেউ বলছে শত্রুতা করে আগুন লাগিয়েছে।
সরেজমিনে গিয়ে জানাগেছে -শনিবার রাতে দশটার দিকে উত্তর পাড়া গ্রামের বদরুদ্দিনের মেয়ে সাজি বেগম প্রতিদিনের মত কাজকর্ম সেরে ঘুমিয়ে পুড়ে ছিলেন। রাত দশটার দিকে হঠাৎ করে আগুনের লেলিন শেখা দেখা যায়। আগুন দেখে সাজি বেগম দরজা খুলতে গেলে বাহিরে সিটকানির কারণে ঘরের বেড়া ভেঙ্গে বেঁচে যায়। এ সময় তার ঘরের সকল আসবাবপত্র নগদ ২লক্ষ টাকা, চারটি গরু ও একটি ছাগল সহঘরে থাকা সকল মালামাল পুড়ে ভুস্মীভূত হয়। আগুন দেখে আশপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে দুই ঘন্টা। চেষ্টা করেও আগুন নিভাতে ব্যর্থ হয় এলাকাবাসী।
এবিষয়ে ওই গ্রামের প্রতিবেশি আলতাফ মোল্লার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন রাত ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে । আমারা আগুন দেখে দৌড়ে আগিয়ে আস্তে আস্তে পুড়ে ছাই । তিনি আরো বলেন হঠাৎ করে পউড়ও ঘরে আগুন সে কিছুই বের করতে পারেনি।এতে প্রায় ৭/৮লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সাজির মেয়ে আমেনা বেগম বলেন আমাদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে শরিকদের সাথে মামলা চলছিল। আমার মা আমার বাপের সাড়ে নয় বিঘা জমি পেয়েছে। সেই জমিগুলো আমার শরিকরা অন্যের কাছে বিক্রি করে জোরপূর্বক ভাবে বেদখল করে রেখেছে ।দুলাল মুন্নাথ ও আকবর এই জমিগুলো বে- দখল করে খায়। আমার জমিগুলো বুঝিয়া চাইলে তারা বিভিন্ন সময় আমার মাকে হুমকি দিয়ে থাকে। গত সাতদিন আগেও দুলাল আমার মাকে মেরে ফেলবে সেই হুমকি দিয়েছে ।আমার মাকে মেরে ফেলার জন্যই ঘরের দুই পাশে পেট্রোল ঢেলে বাহিরে সিটকানি আটকে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
বিষয় ভুক্তভোগী আসমানের মেয়ে সাজি বেগম বলেন- আমি প্রতিদিনের মতোই ঘরের এবং বাইরের কাজকর্ম সেরে ঘুমিয়ে যাই ।হঠাৎ করে দেখি আমার ঘরের চতুরপাশে আগুন জ্বলছে। আমি তাড়াহুড়া করে ঘরের দরজা খুলতে গেলে বাহির থেকে আটকানো পাই ।পরে আমি চিল্লাচিল্লি করি এবং ঘরের বেড়া ভেঙ্গে আমি কোন মত বেঁচে যাই। তবে আমার ধারণা আমার শত্রুরা এই ঘটনাটি ঘটেছে। তিনি আরো বলেন আমার স্বামী মারা যাওয়ার পর আমার বাবার একমাত্র মেয়ে হিসেবে সাড়ে নয় বিঘা জমির মালিক হই।সেই জমিগুলো আমার শরিকেরা অন্যের কাছে বিক্রি করে দেয় ।আমাকে বেয়াদখল দিয়ে দেয় ।তারপর থেকে আমি জমিগুলো উদ্ধারের জন্য কোর্টে নিয়মিত মামলা করি। মামলা চলমান রয়েছে কিন্তু আমার শত্রুরা দুলাল, মুন্নাফ ও আকবর আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি দেয় এবং বলেন জমির কাছে আসলে তোকে শেষ করে দিব। সেই কারণেই তারা আমাকে মেরে ফেলার জন্য আমার ঘরের বাইরে থেকে ছিটকানি আটকিয়ে চতুর পাশে আগুন ধরিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে।আমি এর সুষ্ঠ বিচার চাই ।