স্টাফ রিপোর্টার:
“সমবায়ে গড়েছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যে শনিবার সারাদেশের ন্যায় মানিকগঞ্জে ৫১তমজাতীয় সমবায় দিবস-২০২৩পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং সমবায় অধিদফতরের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মানিকগঞ্জের সদর উপজেলার ২২৮ টিসমবায় সমিতির প্রায় ৫ শতাধিক সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা জেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে সকালে র্যালী বের করেন ।পরে জেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা করেন।জেলা প্রসাশক রেহানা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) সানোয়ারুল হক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান, জেলা সমবায় কর্মকর্তা সুমন আহম্দে, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারউদ্দিন আহম্মেদ রাজা, জেলা সমবায় কার্য্যালয়ের উপসহকারী নিবন্ধক পারভিন আশরাফি, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিনপ্ রমুখ।