মো: আরিফ হোসেন :
মানিকগঞ্জে পৌরসভার নির্মানাধীন পৌর হকার্স মাকেটে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পুর্নবাসনের দাবীতে মানববন্ধন করেছে দোকান মালিকগণ। বৃহস্পতিবার সকালে বাসষ্ট্যান্ড পৌর হকার্স মার্কেট কল্যাণ সমিতির আয়োজনে উচ্ছেদকৃত মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধনে বক্তব্য রাখেন পৌর হকার্স মাকের্টের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী, সাধারন সম্পাদক মো: আকরাম হোসেন, সাবেক সভাপতি মো: জহির উদ্দিন মেম্বর, সাবেক সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় মার্কেটের সকল দোকাদারগণ উপস্থিত ছিলেন। এ এসময় মানববন্ধনে কোনদারদের বড় একটি ক্ষতি হয়েছে এ বিষয়ে একাত্বতা প্রকাশ করে পাশে এসে দাড়ান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: এনামুল হক রুবেল।
মানববন্ধনে বক্তারা নোটিশ ছাড়া সড়ক ও জনপথের এ উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ক্ষতিগ্রস্ত দোকানদারদের দ্রুততম সময়ের মধ্যে পুর্নবাসনের জোর দাবী করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার সকালে সড়ক ও জনপথ মার্কেট কর্তৃপক্ষ মানিকগঞ্জ পৌরসভা কিংবা কোন দোকানে নোটিশ ছাড়াই পৌর হকার্স মার্কেটের ২২৯টি দোকান ভেঙ্গে গুড়িয়ে ফেলা হয়। এতে কয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন দোকানদারগণ।