এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জে পিটিআইতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ডা: মো: আলী হোসেন। অনুষ্ঠানের শুরুতে বীরমুক্তিযোদ্ধাকে ফুলের শুভেচ্ছা ও বিশেষ সন্মাননা উত্তরণী পরিয়ে দেন পিটিআই এর সুপাররিনটেনডেন্ট সুলতানা আফরোজা ইয়াসমিন।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্ব) দুপুরে মানিকগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাঠে পিটিআই এর সুপাররিনটেনডেন্ট সুলতানা আফরোজা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিটিআই এর ইন্সষ্ট্রাকটর ( সাধারণ) কোহিনুর রহমান, ইন্সষ্ট্রাকটর ( কম্পিউটারসায়েন্স) আশিক ইকবাল, ইন্সষ্ট্রাকটর (সাধারণ) আফরোজা ইসলাম শশী, পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক (সংযুক্তি) শাহনাজ আক্তার সহ অন্যান্যরা।
বিশেষ অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা ডা: মো: আলী হোসেন বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করতে পেরে গর্বিত। নতুন প্রজম্মের কাছে মুক্তিযোদ্ধ ও শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস জরিয়ে দিতে পেরে আনন্দিত। শিক্ষার্থী সহ সকলকে মুক্তিযোদ্ধের রচিত ইতিহাস পড়ার আহবান জানান।
অনুষ্ঠান শেষে পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডকুমেন্টারি প্রদর্শনী হয়।