স্টাফ রিপোর্টার :
পতাকা উত্তোলন, শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, শিশুদের কুচকাওয়াজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।
সকাল ৭টায় মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এর পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মানিকগঞ্জ পৌরসভা,জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ,বিএনপি, জাতীয় পার্টি, সরকারি দেবেন্দ্র কলেজ, কর্ণেল মালেক মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবিএম হেলাল উদ্দিন, এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, রমজান আলী,সাধারন সম্পাদক পিপি আব্দুস সালাম,যুগ্ন সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী,সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজা,জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, সাবেক সাধারন সম্পাদক এনামুল হক রুবেলসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা।
এরপর শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শন করেন মন্ত্রীসহ অন্যান্যরা।এসময় উপস্থিত ছিলেন