সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতের দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজমহল রিকন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাইনাদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মেহেরপুর জেলা সদরের কাঁসারী পাড়া এলাকার নিহাজউদ্দিন তুফানের ছেলে। ঘটনাস্থল থেকে র্যাব গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধের সময় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন। র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ট্রাকে করে ইয়াবার একটি চালান ঢাকা যাচ্ছে এমন খবর পেয়ে র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাইনাদি এলাকায় চেকপোস্টের কাছাকাছি অবস্থান নেয়। এসময় একটি ট্রাক চেকপোস্ট পার হয়ে ঢাকার দিকে যাবার সময় র্যাব গতিরোধ করে। পরে ট্রাকের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে রাজমহল রিকন গুলিবিদ্ধ হলে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ রিকনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় র্যাব-১১ এর ডিএডি রবিউল, ডিএডি আজিজ এবং এসআই নির্মল আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়। |