এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। শীতের সকালে সকালের দিকে ভোটার উপস্থিতি ছিলো অনেকটা কম। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গড়পাড়া নিউ মডেল হাই স্কুলে সকাল ১১ টার দিকে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটা বেশি ছিল । মন্ত্রী বলেন ভোটের পরিস্থিতি অনেক ভালো, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। আশা করছেন ৬০ শতাংশ ভোট কাস্ট হবে।
সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে।এক টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেহেনা আকতার জানান, সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
অপরদিকে এছাড়া সকাল সাড়ে ৯টায় তার নিজ নির্বাচনী আসন মানিকগঞ্জ-৩ এর খান বাহাদুর আওলাদ হোসেন খান স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুল ইসলাম খান।
তিনি বলেন, আমরা অতিতেও অনেক নির্বাচন দেখেছি। ভোট থেকে অনেক দলই সড়ে দাঁড়িয়েছিলো। তাতে কোন লাভ হয় নাই। তাই ভোটের মাধ্যমেই গণচেতনা তৈরি করে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা উচিৎ। এতে দেশের গণতন্ত্র রক্ষা পাবে।
উল্লেখ্য, মানিকগঞ্জে তিনটি সংসদীয় আসনে ৬ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এরই মধ্যে ২৬ জনের ম্যাজিষ্ট্রেট নির্বাচনী এলাকায় টহল দেয়া শুরু করে দিয়েছে। এছাড়াও পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা তিনটি আসনেই টহল দিচ্ছেন।
জেলার তিনটি আসনে ৬৫ ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫১৬ টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৫১১ টি ও অস্থায়ী কেন্দ্র ৫টি। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬০ হাজার ৪শ ৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩১ হাজার ৮ শ ৬৬, নারী ভোটার ৬ লাখ ২৮ হাজার ৫শ ৯৪ জন।