মোঃ আতিকুর রহমান দৌলতপুর:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর), আসনে মহাজোটের মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মোঃ জহিরুল আলম রুবেলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ঈগল প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
এ আসনের তিনটি উপজেলার ১৮০ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ঈগল প্রতীকে সালাউদ্দিন মাহমুদ জাহিদ পেয়েছেন মোট ৮৪ হাজার ৮৯৪ ভোট ও লাঙ্গল প্রতীকে জহিরুল আলম রুবেল পেয়েছেন ৩৮ হাজার ১০৯ ভোট।
মানিকগঞ্জ-১আসনের স্ব স্ব উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তাদের তথ্যানুযায়ী, শিবালয় উপজেলায় ঈগলের প্রাপ্ত ভোট ২৫ হাজার ৬৭০ ও লাঙ্গলের প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৭৯। দৌলতপুর উপজেলায় ঈগলের প্রাপ্ত ভোট ৩৫,৭৬৬ ভোট ও লাঙ্গলের প্রাপ্ত ভোট ১০,২৫১ ভোট।
এছাড়া, ঘিওর উপজেলায় ঈগল প্রতীকের প্রাপ্ত ভোট ২৪০৫৮ ও লাঙ্গল প্রতীকের প্রাপ্ত ভোট ১৭০৭৯ ভোট।
উল্লেখ্য, এ আসনে পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য নাইমুর রহমান (দূর্জয়)কে বাদ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালামকে মনোনয়ন দেয় আওয়ামীলীগ। কিন্তু জোটগত কারনে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে এ আসনে জোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেন জহিরুল আলম রুবেল।