নুসরাত জাহান তনিমা, স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম – এর ৮৮ তম জন্মবার্ষিক ও জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি শনিবার বিকালে শহরের উত্তর সেওতা জিয়া স্মৃতি পাঠাগার মিলনায়তনে শহীদ জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাড: মোকছেদুর রহমান, সহ সভাপতি এ্যাড: আজাদ হোসেন খান, আব্দুল বাতেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার মুক্তি, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ জিয়া স্মৃতি পাঠাগার এর অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।