1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

সিংগাইরে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও বন্ধ হচ্ছে না মেলা, এলাকায় উত্তেজনা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৯২ বার দেখা হয়েছে
 সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কবরস্থান পাড়া প্রশাসনের অনুমতি ছাড়াই প্রয়াত হবাই  ফকিরের নামে শুরু হয়েছে তিনদিন ব্যাপী মেলা।
মরহুম হাবিবুর রহমানে দুই ছেলে শহিদুল ইসলাম ও কোহিনূর ইসলাম  এ মেলার আয়োজন করলেও তাদের বড় ভাই  আবেদ আলীসহ পরিবারের অন্যদের রয়েছে ঘোর আপত্তি।
 মেলার আয়োজন নামে গত কয়েক বছর ধরে শহিদুল ইসলাম ও কোহিনূর ইসলাম ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে আবেদ আলী গত বরিবার ( ২১ জানুয়ারি)  জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার পরেও সোমবার (২২ জানুয়ারি)  সকাল থেকেই শুরু হয়েছে অবৈধ মেলা। এ নিয়ে মৃত হবাই ফকিরের ছেলেরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে। চলমান মেলাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।  দ্রুত বন্ধ না করলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।
 লিখিত অভিযোগকারী মাে আবেদ আলী জানান, আমার সৎ ভাই শহিদুল ও কোহিনূর মেলার নামে বাবার কবরে সিজদা দেয়, গান- বাজনাসহ মদ্যপানের পাশাপাশি গাঁজা সেবন করা হয়।  তার বাবা জীবত অবস্থায় এমন অসামাজিক কার্যকলাপ চালাতেন না বলেও তিনি জানান।
মেলার আয়োজক কোহিনূর ইসলাম বলেন, কিছু অর্ধেক হুজুর হয়েছে। যারা শরীয়ত মানে মারফত মানে না। তারাই এ সমস্যার সৃষ্টি করছে।
 ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ ইসলাম ভুঁইয়া বলেন, আমি যতটুকু শুনেছি মেলার নামে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। ওখানে মসজিদ – মাদরাসা ও কবরস্থান রয়েছে। ওই মেলা নিয়ে তাদের পরিবারসহ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জরুরি মেলাটি বন্ধ করা প্রয়োজন বলে চেয়ারম্যান মনে করছেন।
 এ ব্যাপার সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, আমি  ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বন্ধ করতে  নির্দেশ দিয়েছি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury