রাজধানীর উত্তরায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করা হয়
আমার নিউজ ডেক্স,
রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল করার সময় বিভিন্ন স্থানে পুলিশি হামলার অভিযোগ উঠেছে। মিছিল থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ আটক করা হয়েছে অর্ধশতাধিক নেতাকর্মীকে। তবে, আটকের ৪০ মিনিট পর ড. মঈন খানকে ছেড়ে দিয়েছে রাজধানীর উত্তরা উত্তর থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ অভিযোগ করেছেন।
শায়রুল কবির খান জানান, কালো পতাকা মিছিল বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি। রাজধানীর মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড, শাহজাদপুর সুবাস্তু টাওয়ার এবং উত্তরা-১২ নম্বর সেক্টরে মিছিলের শুরুতেই বাধা দেয় পুলিশ।
মিরপুরে সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের ওপর হঠাৎ করেই আক্রমণ করা হয়। সেখান থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য (দপ্তর) জিয়াউর রহমানসহ অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়।
এছাড়া, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ আটক করা হয় ২২ জন নেতাকর্মীকে। একই সময়ে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে আটক করা হয় অন্তত ১৫ জন নেতাকর্মীকে।
অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্পটে পতাকা মিছিল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।