মানিকগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লায়ন এসএম আমিনুল ইসলাম রানাকে প্রধান সম্বনয়ক ও পৃষ্টপোষক করে ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি ডাঃ মোঃ সাজ্জাত কবীর, সিনিয়র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,প্রফেসর শ্রী ধাম চন্দ্র মন্ডল, একেএম নূরুজ্জামান, সহ-সভাপতি প্রদীপ রঞ্জন সরকার, ডাঃ মোঃ শরিফুল ইসলাম,অ্যাডঃ ভাস্কর চক্রবর্তী,সাধারণ সম্পাদক ডাঃ রহিদাস তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিকুল ইসলাম, অ্যাডঃ লিটন সরকার, কোষাধ্যক্ষ দিলীপ বসাক,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রোমান আলী, সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ রানা, মোঃ রিপন মোল্লা, প্রচার সম্পাদক রাজিব খান, মহিলা বিষয়ক সম্পাদক কাজী মৃদুলা ইয়াছমিন, সহ মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ ভারতী রানী রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক পারভীন আক্তার বীথি, সাংস্কৃতিক সম্পাদক যুগল রানী রাজবংশী, দপ্তর সম্পাদক জাকির হোসেন রিপন, শ্রম বিষয়ক সম্পাদক মালতী রানী রায়, সদস্য পুষ্পা রানী রায়, পরিতোষ সরকার, ডলি আক্তার, মোঃ নুরুল ইসলাম ও মোঃ হাসু।
গত ২৭ জানুয়ারী শনিবার বিকিলে কেন্দ্রী কমিটির সভাপতি দাউদুর রহমান মিনার চেম্বারে এই কমিটি গঠিত হয়। জেলা কমিটিকে অনুমোদন দেয়ায় মানিকগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রী কমিটির সভাপতি দাউদুর রহমান মিনা, সাধারন সম্পাদক রসায়নবিদ ড,জাফর ইকবালকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।