মিয়ানমার কয়েকদিন ধরেই ব্যাপক হামলা চালিয়ে জান্তাবাহিনীর অন্তত ৬২ সেনাকে হত্যা করেছে দেশটির বিদ্রোহীগোষ্ঠীগুলো। একইসাথে, তারা দখলে নিয়েছে কয়েকটি সেনাঘাঁটি। দেশটির কারেন রাজ্যে আজ একটি স্কুলে জান্তা বাহিনীর যুদ্ধবিমান হামলায় অন্তত চার শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।
মিয়ানমারের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, সবচে’ বেশি জান্তা সেনা নিহত হয়েছে মান্দালয় জেলার সান পিয়া ও কারেন প্রদেশের থান্ডুয়াঙ্গি শহরে। এই দু’টি শহরে নিহত হয়েছে অন্তত ৪০ সেনা। দখল হওয়া ঘাঁটিগুলো মিয়ানমারের সাগাইং, ম্যাগউই, মান্দালয় জেলা এবং কাচিন ও কারেন রাজ্যে। জান্তাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরআগে, রবিবার আরাকান বিদ্রোহীরা মংড়ুর দুটি সামরিক শিবিরে হামলা চালায়। ছড়িয়ে পড়ে তীব্র সংঘর্ষ। বিদ্রোহীদের তুমুল হামলার মুখে জান্তা সেনারা পিছু হটতে বাধ্য হয় বলে খবর পাওয়া গেছে।
লড়াইয়ের পর মংড়ু শহরের একটি ঘাঁটি দখলে নেয় বিদ্রোহীরা। এছাড়া, সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায় আরাকান আর্মি। এদিকে, আজ সকাল ১০টার দিকে দেশটির কারেন রাজ্যের ডাউসিই গ্রামের একটি স্কুলে দু’টি যুদ্ধবিমান থেকে বোমা বর্ষন করা হয়। একইসাথে, মেশিনগান থেকে গুলি ছুড়ে অন্তত ৪ শিশুকে হত্যা করেছে জান্তা বাহিনী।