স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে পৌর আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের উদ্ধোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাসষ্ট্যান্ডের কর্ণেল মালেক টাওয়ার সংলগ্ন কাজী মার্কেটের ২য় তলায় উদ্ধোধনী অনুষ্ঠানে যথাসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীন।
কিন্তু অনুষ্ঠান একটু দেড়িতে শুরু হওয়ায় জরুরী কাজ থাকায় সকলকে ধন্যবাদ দিয়ে চলে আসেন। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা পরিষদের সদস্য শামীম হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রমজান আলী,সাংগঠনিক সম্পাদক সায়েখ শিবলী, সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, দপ্তর সম্পাদক মো: জুলফিকার রহমানসহ পৌর আওয়ামীলীগের ওর্য়াড কমিটির সভাপতি/সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে সকলকে মিস্টি মুখ করানো হয়।