স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষা:২০২৪ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উচ্চ বিদ্যালয় মাঠে বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এ এস এম সাইদুর রহমান, সিনিয়র শিক্ষক মো: মো: আব্দুর রশিদ, সিনিয়র শিক্ষক এ.টি. এম মফিদুর রহমান, সিনিয়র শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক মুহাম্মদ ফজলুর রহমান, সিনিয়র শিক্ষক মো: দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মো: আব্দুল হান্নান, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক মো: শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক মো: মাসুদুর রহমান, একাত্তর টিভির মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন সহ অন্যান্য শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।
এ বছর এই বিদ্যালয়ে থেকে ৩৪০ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহন করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়ািসমিন শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তুমারই কিন্তুপার অন্যান্য জেলার চাইতে মানিকগঞ্জকে উপরের দিকে নিয়ে যেতে। অভিবাবকদের উদ্দ্যোশে বলবো আপনারদের সন্তানদের চুল, ড্রেস সবঠিক মতো থাকে সেইভাবে যেন পরীক্ষার হলে যায়। তুমরা পিতা-মাতাকে সম্মান করবে। শিক্ষকদের সন্মান করবে, শিক্ষকদের কথা ভালোভাবে শুনবে, তাহলে জীবনে সফলতা পাবে। কারো উপর নির্ভরশীল না হয়ে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে হলে যাবে। তোমারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পার সেই জন্য আমি নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করি।