স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্নু গ্রুপের চেয়ারম্যান ও মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা খান রিতা।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার প্রায় ৪০টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আফরোজা খান রিতা।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খান রিতা বলেন, একজন শিক্ষা অনুরাগী হিসেবে আমার বাবা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর সুনাম রয়েছে দেশ জুড়ে। শিক্ষাকে তিনি সব সময় গুরুত্ব দিয়েছেন বলেই মানিকগঞ্জের নিভৃত পল্লী এলাকায় গড়ে তুলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আফরোজা খান রিতা বলেন, শরীর-মন সুস্থ রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এছাড়া পড়াশোনার পাশাপশি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে সে কখনও খারাপ কাজ থেকে বিরত থাকবে। আর মাদককে ‘না’ বলতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান কুন্নু, সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম খান তারিক, বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।