স্টাফ রিপোর্টার:
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আলোচনা সভা, কেককাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানিকগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “দিশারী” এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে দিশারীর আয়োজনে জেলা শিল্পকলার সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিশারীর সভাপতি মো: হাসান সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিডিও ভাচ্যুয়ালিতে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক( প্রশাসন ও অর্থ) ও দিশারীর প্রতিষ্ঠাতা মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সুশাসনের জন্য নাগরিক ( সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ইকবাল হোসেন খান কচি, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দিশারীর অন্যতম উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক এ বি এম সামসুন্নবী তুলিফ, দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও দিশারীর উপদেষ্টা মো: আকরাম হোসেন, দিশারীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী আতোয়ার রহমান, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মমিন, গ্রানাডা ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো: শামসুজ্জামান তালুকদার(সনেট),দিশারীর সাধারণ সম্পাদক আবুল হাসানাত, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সহ সাধারণ সম্পাদক শাম মিম জোপা বৃষ্টি, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, দেওয়ান সাদমান শাওন, আইসিটি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম তুষার, ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ অসীম খান সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা কাটে অতিথিবৃন্দরা। পরে দিশারীর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত ৯ টা প্রর্যন্ত। অনুষ্ঠানে দিশারীর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।