1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

৬০ হাজার দর্শককে জয় উপহার দিয়ে শীর্ষে লিভারপুল

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ বার দেখা হয়েছে

লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৬০ হাজার। বার্নলির বিপক্ষে পুরোটাই পূর্ণ ছিলো কানায় কানায়। পুরো সময়টা জুড়ে প্রিয় দলকে সমর্থন দিয়ে গেছেন দর্শকরা। নিরাশ করেনি জার্গেন ক্লপের শিষ্যরাও। দারুণ পারফরম্যান্সে বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো তারা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ম্যাচে প্রথমে লিভারপুলকে এগিয়ে নেন দিয়োগো জোটা। তবে লিড ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধেই সমতা টানেন বার্নলির ডারা ও’শেই। বিরতির পর লুইস দিয়াজ স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর শেষে ব্যবধান বাড়ান দারউইন নুনেজ।

অ্যানফিল্ডের গ্যালারিতে এই ম্যাচে ছিলেন প্রায় ৬০ হাজার (৫৯ হাজার ৮৯৬) দর্শক। যা এই মাঠে লিগ ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড। আগেরটি ছিল ৫৮ হাজার ৭৫৭ জন। এতো দর্শকের সামনে ম্যাচের ৩১তম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন জোটা।

বার্নলির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড কর্নারে পোস্ট ছেড়ে বেরিয়ে বল হাতে নিতে গিয়ে ব্যর্থ হন। ফাঁকা জাল পেয়ে হেডে বাকি কাজটা করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৩৭তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন লুইস দিয়াজ। দারুণ দক্ষতায় তার শট ফিরিয়ে দেন ট্র্যাফোর্ড।

এক গোলের লিড নিয়ে লিভারপুল যখন বিরতিতে যাওয়ার স্বপ্নে বিভোর ঠিক তখনি সমতা ফেরায় বার্নলি। প্রথমার্ধের একদম শেষের দিকে সতীর্থের কর্নারে পেনাল্টি স্পটের কাছ থেকে চমৎকার হেডে গোলটি করেন আইরিশ ডিফেন্ডার ও’শেই। সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের বাকি গল্পটা লিভারপুলের। ৫২তম মিনিটে ফের এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে বদলি নামা হার্ভে এলিয়ট ডান দিক থেকে ক্রস বাড়ান ছয় গজ বক্সে, প্রতিপক্ষের পায়ে লেগে আসা বল হেডে জালে পাঠান দিয়াজ। আর ৭৯তম মিনিটে এলিয়টের ক্রসে দারুণ হেডে বল জালে পাঠান নুনেজ।

এই জয়ে ২৪ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠলো লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। তাদের সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। টটেনহ্যাম হটস্পার ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury