মানিকগঞ্জ প্রতিনিধি:
জমকালো আয়োজনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো. শাহরিয়ার হোসেন।
ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব ও কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সহিদুর রহমান বলেন, কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই খেলাধুলাসহ বিভিন্ন প্রোগ্রাম অত্যন্ত সুনামের সহিত অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া শিক্ষার মান ও পরিবেশ ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে কলেজে ২ হাজারের বেশি ছাত্রছাত্রী রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- কলেজের দাতা সদস্য ডা. আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান, হিতৈষী সদস্য হাবিবুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য আনোয়ার হোসেন, বিদ্যোৎসাহী সদস্য মো, শফিকুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ জুলফিকার বিশ্বাস, অভিভাবক প্রতিনিধি এবিএম ফজলে রাব্বি, অভিভাবক প্রতিনিধি মো, মান্নান মোল্লা, অভিভাবক প্রতিনিধি ফারুক মিয়া, শিক্ষক প্রতিনিধি মফিজুল হক, শিক্ষক প্রতিনিধি মো, আব্দুর রাজ্জাক, শিক্ষক প্রতিনিধি খালিদা পারভিন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসারমো. শাহরিয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘নৈতিক মূল্যবোধ অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরষ্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন গড়ে উঠে। এতে করে যুব সমাজের মধ্যে নতুন নতুন কাজের উদ্যেম সৃষ্টি হয়। যে যতবেশী শারীরিক পরিশ্রম করে, সে ততবেশী নিজেকে সতেজ অনুভব করে। খেলাধুলায় ব্যস্ত থাকলে যুব সমাজ বিপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে না। ’
উল্লেখ্য, এ বছর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের জন্য ১০০ মিটার থেকে ১৫০০ মিটার দৌড়, বর্ষা নিক্ষেপ, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, ভারসাম্য দৌড় (থালা মাথায়), মিউজিক্যাল পিলো, শিক্ষকদের ঝুড়িতে বল নিক্ষেপ, কর্মচারীদের ঝুড়িতে বল নিক্ষেপ, অতিথিদের ঝুড়িতে বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো/ ছাত্র/ছাত্রদের জন্য (ভিক্ষুক ও চর্মকার বাদে)। মোট ১৯টি ইভেন্ট এবং শিক্ষক, কর্মচারী ও অতিথিদের জন্য ৩টি ইভেন্ট প্রতিযোগিতা হয়। প্রত্যেক ইভেন্টে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।