স্টাফ রিপোর্টার
স্বামীর ঢেলে দেয়া গরম পানিতে ঝলসে যাওয়া অন্তঃসত্বা স্ত্রী লতা আক্তারে সেই স্বামী সুজন মিয়াকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সুজন পুলিশের কাছে এই ঘটনার দায় স্বীকার করেছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) নুর মোহাম্মদ জানান, গত রোববার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের আব্দুল বাতেনের ছেলে সুজন মিয়া তার চার মাসের অন্তঃসত্বা স্ত্রী লতা আক্তারের শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে লতা আক্তার চিৎকার ও কান্না-কাটি শুরু করে। খবর পেয়ে লতার বাবা বিশা খা লতাকে উদ্ধার করে রোববার রাতে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় লতার বাবা বিশা খা বাদী হয়ে সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর থানায় সুজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। গরম পানিতে ঝলসে যাওয়া অন্তঃসত্বা গৃহবধু লতা আক্তারের স্বামী সুজন মিয়াকে সোমবার রাতে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। সে পুলিশের কাছে স্বীকার করেছে লতার শরীরে গরম পানি ঢেলে দেওয়ার কথা।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত সুজনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।