1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

হাজারতম ম্যাচ খেললেন রোনালদো, জয় পেলো আল নাসর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’য় আল নাসরকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ক্যারিয়ারে নিজের এক হাজারতম ম্যাচের উপলক্ষ গোল করে রাঙালেন রোনালদো। রিয়াদে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতল আল নাস্‌র। ১-০তে আল ফাইহাকে হারিয়ে আল নাসর এগিয়ে যায় কোয়ার্টার ফাইনালের দিকে।

সৌদি আরবে সময়টা দারুন কাটছে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। আল নাসরের জার্সিতে ক্যারিয়ারের এই সময়টা উপভোগ করছেন সি আর সেভেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোল’র প্রথম লেগে দলকে এনে দেন জয়ের সাফল্য।

ঘরের মাঠে প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করেও আল ফাইহার জালে বল জড়াতে পারেনি আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর বেশ কয়েকটি শট দক্ষ হাতে প্রতিহত করেন প্রতিপক্ষ গোলরক্ষক ভ্লাদিমির স্টোজভিক। এন্ডারসন তালিস্কাকেও নিরাশ করেন তিনি। আল নাসরের লড়াইটা কঠিন করে তোলে সৌদি প্রো লিগ টেবিলের ১৪ নম্বরে থাকা দলটি।

অবশেষে ম্যাচের ৮১ মিনিটে গোলের দেখা পায় আল নাসর। মার্সেলো ব্রোজোভিচের সাথে ওয়ান টু ওয়ান পাসে আল ফাইহার গোলরক্ষককে বোকা বানান আল নাসরের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ক্যারিয়ারে এক হাজারতম ম্যাচে নতুন বছরে প্রথম গোল করেন সিআর সেভেন। নিজের ট্রেডমার্কের চেয়ে ভিন্ন ধরনে গোল উদযাপন করেন তিনি। ক্যারিয়ারে এটি রোনালদোর ৮৭৪তম গোল।

শেষ পর্যন্ত আল ফাইহার বিপক্ষে ১-০তেই জয় নিশ্চিত হয় আল নাসরের। আগামী বুধবার রিয়াদে শেষ ষোল’র ফিরতি লেগ দু’দলের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে রোনালদোর আল নাসর।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury