মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জের হরিরামপুরে নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে হারুন মোল্লা (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা পদ্মা নদীর শোয়াখাড়া এলাকায় ভাসমান মরদেহটি দেখতে পায়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বলে জানিয়েছেন ফরিদপুর নৌ পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী। নিহত হারুন মোল্লা উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকার জালাল মোল্লার ছেলে।
আজিম নগর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল হালিম জানান, গত রোববার বিকেলে নদীতে একা মাছ ধরতে গিয়ে নদীতে পরে যান হারুন। গত দুই দিন নদীতে অনেক খোজাখুজি করলেও মরদেহ পাওয়া যায় নি। তবে আজ সকালে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। আজ দুপুরে দাফন ও করেছে। মনে হয় স্ট্রোক করেছিল বলেও জানান তিনি। হরিরামপুর থানা ওসি শাহ নুর এ আলম জানান, ফরিদপুর নৌ পুলিশকে অবহিত করেছি। তারা বিষয়টি দেখছেন। ফরিদপুর নৌ পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী জানান, দুদিন আগে রোববার নিখোঁজ ব্যাক্তির মরদেহ আজ স্থানীয়রা উদ্ধার করেছে। তিনি স্ট্রোক করে নদীতে পরে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। মরদেহ দাফন ও করেছে।