1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে ভারত গমনে মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ১৬১০ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেক্স:

ICLEI South Asia কর্তৃক আয়োজিত ১৫ থেকে ১৭ এপ্রিল ২০১৯ ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠেয় 4th Asia Pacific Forum on Urban Resilience and Abaptation Raesilient Cities Congress, ২০১৯ ওয়ার্কশপ এ যোগদানের জন্য মানিকগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম গত ১৪/০৪/২০১৯ইং তারিখে ভারতের নয়া দিল্লীতে গমন করেছেন।

 

এ ওর্য়াকশপে এশিয়ার বিভিন্ন দেশ থেকে ২০০ (দুইশত) জন প্রতিনিধি যোগদান করবেন। এর মধ্যে বিভিন্ন দেশের সিটি মেয়র ২০ (বিশ) জন, বেসরকারী সংস্থার ১৮০ জন প্রতিনিধি যোগদান করবেন। এছাড়াও আর্ন্তজাতিক সংস্থা UNEP, UNDP, UN-HABI-TAT, UNESCAP, UNISDR, UNIDO Ges SDC, EU, IDRC, World Bank, ADB GIZ Rockefeluer Foundation OECD এ ওয়ার্কশপে যোগদান করেছেন। এর মধ্যে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মহোদয় বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম ওয়ার্কশপে যোগদান করেছেন।

 

এ ওয়ার্কশপে সুশাসন প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তের করনীয়, শহর নেট ওয়ার্ক আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠা, প্ল্যান-ইন এ্যাকশন ফর আরবান রেসিলেন্স এন্ড আরবান গর্ভামেন্স এশিয়া সিটির অর্থনৈতিক উন্নয়ন এসব বিষয় নিয়ো ওয়ার্কসপ হবে। এ ওয়ার্কশপে বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, মেয়র, মানিকগঞ্জ পৌরসভা আগামী ২০ এপ্রিল ২০১৯ তারিখ দেশে ফিরবেন। তিনি পৌরবাসীর নিকট ও বাংলাদেশের সকল নাগরিকদের নিকট দোয়া প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

 

 

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury