আমার নিউজ ডেক্স:
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার লিপি আক্তার (৩০) নামের এক গৃহবধূ প্রায় ২৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছে।
লিপি দৌলতপুর উপজেলার বিষমপুর গ্রামের নকুমুদ্দিন (ভব) এর কন্যা। উপজেলার জিয়নপুর গ্রামের রুবেলের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।
গত (৪ মার্চ) রোজ সোমবার থেকে তিনি নিখোঁজ রয়েছে।
নিখোঁজ লিপি আক্তারের বড় বোন শিল্পী আক্তার বলেন, গত ২৬ শে ফেব্রুয়ারি রোজ সোমবার সবেবরাতের দিন সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাবা লিপি আক্তারকে কথাকাটাকাটির এক পর্যায়ে খড় শুকানোর কারাইল/ লাঠি দিয়ে মারধর করে। এতে সে জখম প্রাপ্ত হয়। দৌলতপুর উপজেলার জাকমুদ্দিন মন্ডলের ছেলে রুবেলের সাথে ১৫/১৬ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর থেকে তার বাবা বাড়ীর কাজের জন্য লিপিকে স্বামীর বাড়িতে বেশি যেতে দিত না। বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতো। এ নিয়ে মাঝে মধ্যে লিপির সাথে তার বাবার ঝগড়া হতো। ঐদিনও পূর্বের ঘটনার ধারাবাহিকতায় লিপিকে মারধর করে। এই অভিমানে কাউকে না বলে বাড়ি থেকে চলে যায়। আত্মীয়স্বজনদের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করে না পেয়ে দৌলতপুর থানায় জিডি করা হয়েছে।কেউ যদি আমার বোন লিপি আক্তারের সন্ধান পান তাহলে দৌলতপুর থানাকে অবগত অথবা পরিবারের মোবাইল: ০১৩১৫৭১৫৩৯৪ (শিল্পী), ০১৭৩৯৯৯৭১১৪
(রেজাউল) নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ##