নিজস্ব প্রতিবেদন:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় দুপুরের খাবার রান্নায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে একটি কেন্দ্রের দায়িত্বরত নারী ও পুরুষ আনসার সদস্যদের।
বুধবার (৮ মে) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৭৪ জন।
সাওরাইদ উচ্চ বিদ্যালয় পুরুষ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ভোটার উপস্থিতি কম হওয়ায় বাইরে থেকে খাবার কিনে না এনে এখানেই রান্নার আয়োজন করা হয়েছে। এটা আসলে অনেকটা পিকনিকের মতো।
নির্বাচন অফিসের তথ্যমতে, কালীগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ২০৪ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৬৯ জন, নারী ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৩ জন এবং হিজড়া ভোটার ২ জন।