‘
দেওয়ান সাদমান শাওন, স্টাফ রিপোর্টার :
সেচ্ছাসেবী সংগঠন ‘মানিকগঞ্জ ক্লিন সিটি’র উদ্যোগে শহরের প্রাণ কেন্দ্রে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়।
আজ রবিবার (১২ মে) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন এই কাজের শুভ সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মমতাজ বেগম,ক্লিন সিটি মানিকগঞ্জ এর চেয়ারম্যান মোঃ হাসেম আলী,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ। শহরের মধ্যস্থলে সবার জন্য উন্মুক্ত এই খেলার মাঠটি পরিস্কার পরিচ্ছন্ন করে খেলার উপযোগি করা হয়।
সংগঠনের চেয়ারম্যান মো. হাসেম আলী জানান, মানিকগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই সেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আমাদের শহর আমরাই পরিস্কার করবো সেই সাথে নোংরা করবো না, এই অভ্যাস গড়ে তুলতে পারলেই আমরা একটি পরিস্কার-পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারবো। আমরা এই কর্মসূচী চালিয়ে যাব।