এমন একটি চক্রকে আটক করেছে ডিবি
মোটা অংকের টাকার বিনিময়ে এনএসআইয়ে চাকরির নামে ভুয়া নিয়োগপত্র ও প্রশিক্ষণ দেওয়ায় একটি চক্রকে গ্রেপ্তার করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিবি পুলিশের যৌথ অভিযানে প্রতারক চক্রের পাঁচ সদস্য ও দুই ভুয়া এনএসআই সদস্যকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, লিয়ন ইসলাম (২৪) নামে এক ব্যক্তি এ প্রতারণার নেতৃত্ব দিয়ে আসছিলেন। লিয়নের বাড়ি নীলফামারীতে।
এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ মে) দুপুরে গাজীপুর মহানগরীর ভাদাম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সিম কার্ড, আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, স্টিলের লাঠি ও ইলেক্ট্রিক শকার জব্দ করা হয়। অভিযুক্তদের হেফাজতে নিয়েছে ডিবি।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত লিয়ন জানান, তিনি আটজনকে এনএসআইয়ের নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করেন। তাদের মধ্যে পাঁচজনকে ভুয়া প্রশিক্ষণ দিয়ে গত ২৭ মে নীলফামারীতে পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যেক চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০-১৫ লাখ করে টাকা নেয় চক্রটি। চাকরিপ্রার্থীদের থেকে নেওয়া অর্থ হুমায়ুন কবীর প্রিন্স নামে একজনের কাছে জমা আছে বলে জানান লিয়ন।
পুলিশ জানায়, চক্রটির সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।