মানিকগঞ্জ প্রতিনিধি :
মাটি ব্যবহারের অনুমোদন না থাকায় মানিকগঞ্জে চার ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা করে মোট চার লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ মে) সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে জেলার সিংগাইর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অর্থদণ্ড পাওয়া ইটভাটাগুলো হলো,মানিকগঞ্জের সিংগাইরের বলধরার খোলাপাড়া এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস -৩, বায়রা ইউনিয়নের গাড়াদিয়া এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস -৪ ও মেসার্স গাড়াদিয়া ব্রিকস এবং মেসার্স আলী আকবর ব্রিকস -৫।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটার অবস্থান, দূষণ ও প্রভাব ট্র্যাক করার জন্য পরিবেশ অধিদফতর ইট ভাটা ট্র্যাকার (https://track- kiln.arced.foundation/login.php) চালু করেছে। এ অনুযায়ী মানব স্বাস্থের জন্য অধিকতর ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় ওই পাঁচটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়। ট্র্যাকার এ প্রদর্শিত অন্যান্য ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে বলেও জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক ও মো. তানজীর আহমেদ, পরিদর্শক মো. শামসুর রহমান এবং পুলিশ ও ফায়ার সার্ভিস।