স্টাফ রিপোর্টার:
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় পিকআপ ভ্যান চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌণে ৮ টার দিকে সাটুরিয়া উপজেলার আকিজ ট্যোবাকো গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নির্মাণ শ্রমিক সোহেল (১৬) মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকার আমেজ উদ্দিনের ছেলে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকালে কাজে যাওয়ার জন্য মহাসড়কের আকিজ ট্যোবাকের গেটের সামনে দাঁড়িয়ে ছিল সোহেল। এসময় ঢাকামুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সোহেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটিকে জব্দ করা হলেও চালককে আটকানো যায়নি বলে জানান তিনি।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০-শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।