দেওয়ান সাদমান শাওন,স্টাফ রিপোর্টার
১১ই জুন মঙ্গলবার মানিকগঞ্জের সেওতা এলাকায় অবস্থিত জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসময় তার সাথেএ উপস্তিত ছিলেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সালাম
এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা,সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ,মানিকগঞ্জ জেলা জিয়া স্মৃতি পাঠাগার এর সভাপতি জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন,আমার ধারণা ছিল না এতো ভালো একটা প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন।এখানে বইয়ের কালেকশন আরও বাড়াতে হবে।শুধু আমাদের জাতীয়তাবাদী বই না সকল ধরনের বই রাখতে হবে।বড় বড় মনিসিদের বই রাখা যেতে পারে।এছাড়া বরেণ্য রাজনীতিবিদ,দেশের জন্য আত্ননিয়োগ করেছে এমন ব্যাক্তিদের নিয়ে লেখা বই রাখা যেতে পারে।বিশ্বনবী হযরত মোহাম্মদ সাঃ এর জীবনি রাখা যায়।
মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা বলেন,আমাদের ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে,ভুল ইতিহাস রচনা হচ্ছে।সঠিক ইতিহাস ঘরে ঘরে পৌছাতে হবে।বাংলাদেশ বলে আমরা যে পরিচয় দেই তা হারিয়ে যাবে যদি সঠিক ইতিহাস না জানি আমরা।বাংলাদেশ ইতিহাস এ জিয়াউর রহমান ও আছেন।নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে।বেশি বেশি বই পড়তে উদ্ভুদ্ধ করতে হবে।