আল আমিন হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ
কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবিড়ীর পাংশায় স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) রেইনস প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠিত।
শনিবার ২২ জুন সকাল ১০ টায় পাংশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষি ফার্ম চত্বরে এই উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় এসএসিপি ( রেইনস) প্রকল্পের আওতায় পাংশা উপজেলায় ৮ টি ফল বাগান ও ৭ টি সবজি বাগান, ১৮ টি ফল ও সবজির মিশ্র বাগান, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্যাকেজ ৭ টি স্থাপন করা হয়। যার মধ্যে ৬টি বারি আম, ৪, পেয়ারা ৯ টি, থাই পেয়রা ৫, কুল ( বল সুন্দরী) ৯ টি, লিচু ২টি, কলা ৩ টি বিতরণ করা হয়। এবং বীজ, চারা, রাসায়নিক সার, জৈব সার, মালচিং পেপার, নেট ইত্যাদি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাংশা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা বীজ উৎপাদন খামার (বিএডিসি) এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ সোলাইমান হোসেন, মোঃ সফিকুল ইসলাম, আবু মুছা, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আলমগীর হোসেন খান উপস্থিত ছিলেন।