স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সরকারি দেবেন্দ্র কলেজে যুব রেড ক্রিসেন্ট ইউনিট সরকারি দেবেন্দ্র কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: সাঈদুর রহমান। সরকারি দেবেন্দ্র কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম আসাদুজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এইচ.এম শফিকুল ইসলাম, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক কাওসার ইবনে আসাদসহ অন্যান শিক্ষক ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে দেবেন্দ্র কলেজ মসজিদের ইমাম সকলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।