সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর থানার উদ্যোগে ‘গাছ লাগান জীবন বাচান’এই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে সিংগাইর থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ জুন) থানা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম বলেন,গাছ আমাদের ফল, ফুল, ছায়া দিয়ে প্রকৃতির শোভা বর্ধন করে। বছরের পর বছর ঘুরে এই সেবাগুলো ভোগ শেষে একটা ভালো অঙ্কের অর্থের ও যোগান মেলে একটা গাছে। সবচাইতে বড় যে সেবা গাছের কাছ থেকে আমরা পেয়ে থাকি- তা হলো জীবন রক্ষাকারী অক্সিজেন। যা আমরা প্রতিটি দমে দমেই টের পেয়ে থাকি। একটা গাছের পড়ে যাওয়া সবুজ পাতাগুলো খেয়ে বেড়ে ওঠে আমাদের গৃহপালিত পশু গুলো।
আমার কর্মক্ষেত্রের প্রায় প্রতিটি স্থানেই আমার লাগানো গাছগুলো সাক্ষ্য দিয়ে যাচ্ছে। সিংগাইর থানা প্রাঙ্গণে আমার যোগদানের পর কিছু চারাগাছ লাগানো হয়েছিল। এখনি গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ গোলাম আজাদ খাঁন স্যারের হাত দিয়ে একটা আম গাছের চারা রোপণের মধ্য দিয়ে থানা প্রাঙ্গণে বৃক্ষ রোপন উদ্বোধন করা হলো।