স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপায় অজ্ঞাত আনুমানিক (৪৫) বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। মানিকগঞ্জ সদর উপজেলার আকিজ ট্যোবাকো গেটের সামনে রোববার সকালে এ ঘটনাটি ঘটে। গোলড়া হাইওয়ে থানা পুলিশ ওসি লুৎফর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে অজ্ঞাত যানবাহন চাপায় নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিহিত পোশাক দেখে প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে মানুষিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। নাম পরিচয় সনাক্ত না হলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন সম্পন্ন করা হবে বলেও মন্তব্য করেন ওসি লুৎফর রহমান।