স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের দৌলতপুরে গরুর শিংয়ের গুতায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।
আহতের ছেলে আবু বকর সিদ্দিক জানান, পাশের বাড়ি আফতার হোসেন এর একটি গাভি আমাদের গরুর সাথে গুতাগুতি করতে গেলে আমার বাবা গরুটিকে তাড়িয়ে দিতে যায় তখন আফতারের গরুটি আমার বাবাকে গুতা দিলে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে আসে। তখন তাকে দ্রুত সিএনজি করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরোও জানান, এইখানে আসার পর যখন ডাক্তাররা ট্রিটম্যান শুরু করে লাইফ সাপোর্টে প্রথমে ঢুকাইছে তখন বাচাঁর চান্স ছিল মাত্র দশ পার্সেন্ট। তো সেখান থেকে আল্লাহর রহমতে ডাক্তারদের তদারকি এবং তাদের সুন্দর সুচিকিৎসার মাধ্যমে আমার বাবা এখন অনেকটাই সুস্থ ও নিরাপদ আছে আলহামদুলিল্লাহ। তিনি বলেন এখানকার ব্যবস্থাপনা আমার কাছে যথেষ্ঠ ভাল মনে হচ্ছে এবং ডাক্তারদের আন্তরিকতাও আমি যথেষ্ট ভালই পেয়েছি।
এসময় আবু বকর সিদ্দিক আরোও বলেন, আফতার হোসেনের গরু আমার বাবাকে আহত করলেও সে কোন খোজখবর নেয় নাই এবং চিকিৎসার কোন খরচ সে দেয় নাই। কিছুদিন আগে তাদের গরু আমাদের বাড়ি এসে আহত হলে তারা আমাদের কাছ থেকে তখন ক্ষতি পূরন আদায় করে। এখন যেহুতু আমার বাবার জীবনে ব্যাপার তাই আমি এর ক্ষতি পূরন দাবি করছি তা না হলে আমি আইনের আশ্রয় নিব।
এ বিষয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গরুর গুতায় আহত ব্যক্তি আমাদের এখানে আসলে আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দেই । তিনি এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন।