স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর একাডেমির সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ জুলাই) বিকাল ৩টার দিকে তিতুমীর একাডেমির ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। ডাক্তার,ইঞ্জিনিয়ার, স্কুল-কলেজের শিক্ষক, সরকারি বড় কর্মকর্তা,সাংবাদিক সহ বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক ছাত্র ছাত্রীদের কথা শুনে সত্যিই আমরা উপস্থিত সবাই মুগ্ধ।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মোঃ খলিলুর রহমান,সাবেক জেলা শিক্ষা অফিসার আঃ মোন্নাফ খান, দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান এ্যাড.মোঃ আনোয়ার হোসাইন, ট্রাস্টের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ ডেভেলপার এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল মুহাম্মদ সহিম উদ্দিন, বর্তমান প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জাকিরুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী ট্রাস্টের সদস্য মোঃ আব্দুস সালাম, এ্যাড.মোঃ আওলাদ হোসেন, এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম, হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম, মোঃ নূরুল ইসলাম মাস্টার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
তারা আরোও বলেন, নতুন করে চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে এই আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠানটি।আপনার সন্তানকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে ভর্তি করতে পারেন সুন্দর ক্যাম্পাসের, একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্বাবধানে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানে।