স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগের ধাওয়া পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে উভয়পক্ষে বেশকয়েকজন আহত হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের খালপাড়া এলাকায় সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন শুরু করলে বাধা দেয় ছাত্রলীগ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকেই জেলা শহরের বিভিন্নস্থানে জড়ো হতে থাকে। পরে সকাল ১১টার দিকে বাসস্ট্যান্ড থেকে জেলা শহরে মিছিল নিয়ে প্রবেশ করার চেষ্টা করে। মিছিলটি খালপাড় এলাকায় আসার পরই ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীর ওপর হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় শিক্ষার্থীরাও ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে।
পরবর্তীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যান-চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা । ঘন্টা ব্যাপী চলে এই হামলা।
এ ঘটনা নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে।