স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট শিল্পপতি, ও সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নু’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল ৮টা-বিকাল ৪টা পর্যন্ত মুন্নু সিটি, গিলন্ড তার প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এ চিকিৎসা সেবা দেয়া হবে।
তার বড় মেয়ে মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতার দিক নির্দেশনায় দিনব্যাপী আউটডোর চিকিৎসা সেবা ফ্রি, মেডিকেল টেস্ট, হাসপাতালে ভর্তি ফিজিওথেরাপি এবং সকল অপারেশনে ২৫ শতাংশ ছাড়সহ বিশেষ চিকিৎসা সেবা দেয়া হবে।
২৪ ঘন্টা ইমার্জেন্সি সেবাসহ আরও রয়েছে মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, অব্স ্অ্যান্ড গাইনি বিভাগ(মহিলা রোগ ও প্রসব), পেডিয়াট্রিক (শিশু বিভাগ), শিশু সার্জারি, চক্ষু বিভাগ,নাক কান ও গলা বিভাগ, চর্ম ও যৌন রোগ বিভাগ, নিওরোমেডিসিন বিভাগ (স্নায়ু, স্ট্রোক, ব্যাথা), অর্থোপেডিক্স বিভাগ (হাড়ের ক্ষয় ও হার জোর), কার্ডিওলোজি বিভাগ(ব্লাড প্রেশার, হার্ট এ্যাটাক), বক্ষব্যাধি বিভাগ ও অ্যাজমা সেন্টার, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিভাগ(এন্ড্রোক্রাইন), মনোরোগ বিভাগ এবং মোটিভেশন স্পিচ থেরাপী, কিডনি বিভাগ ও ডায়ালাইসিস সেন্টার, ডেন্টাল বিভাগ (দাঁতের রোগ), ইউরোলোজি বিভাগ (কিডনি পাথর, প্রোস্টেড, সার্জারি), কোলোরেক্টাল সার্জারি(এনালফিসার, পাইলসের সার্জারি), গ্যাস্ট্রো লিভার বিভাগ পেটের রোগ, হেপাটাইটিস, ফ্যাটি লিভার), গ্যাস্ট্রোএন্টারোলজি ( পেটের গ্যাস, আলসার, পাইলস্), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), অ্যানেস্থেশিয়া, আই সি ইউ বিভাগ, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি বিভাগ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, CT SCAN, ENDOSCOPY, ETT,ECG,ECHO,4D Ultrasonography, Digital FPD X-Ray, FNAC, Blood Culture.
সকল ধরণের ব্লাড টেস্ট, প্যাপ-ষ্মিয়ার, হিস্টো-প্যাথলজিক্যাল ও হরমোন টেস্ট, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ, ফিজিক্যাল মেডিসিন বিভাগ ও ফিজিওথেরাপি সেন্টার, SCANU & NICU
মাদার স্ক্যানু, ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিট।
এ সেবা শুধু ১লা আগস্ট ২০২৪-এ রেজিস্ট্রেশনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।