স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে দেয়াল লিখন এবং গ্রাফিতি কর্মসূচির পালন করে মানিকগঞ্জের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
রবিবার (২৮জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই কর্মসুচী পালন করেন তারা।
মানিকগঞ্জের সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় দেয়ালে এই কর্মসূচি পালন করে মানিকগঞ্জের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। দেয়ালে দেয়ালে নানা প্রতিবাদী লেখা লেখতে দেখা যায় তাদের।
‘দাবায়া রাখতে পারবা না’, ‘আমার ভাইয়ের রক্তের বিচার চাই’, ‘আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব’, ‘৫২ দেখিনি,২৪দেখেছি’, ‘একজনকে মারতে কয়টা গুলি লাগে, স্যার?’, ‘লোহার টুপি মগজ খায়’ সহ নানা প্রতিবাদী স্লোগান দেখা যায় দেয়ালগুলোতে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, বিভিন্ন জায়গায় আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর সহিংস হামলা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। গত ১৮ই জুলাই মানিকগঞ্জে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর নৃশংস হামলা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক আমরা নীরব প্রতিবাদ হিসেবে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করি মানিকগঞ্জে।