স্টাফ রিপোর্টার:
“ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই শ্লোগান নিয়ে মানিকগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
আজ (৩১ জুলাই) সকালে সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠান। মুক্তিযোদ্ধা সংসদের লেকে মাছের পোনা অবমুক্তকরনের মধ্য্যে দিয়ে সপ্তাহের ২য় দিনের কর্মসূচী শেষ হয়। এসব অনুস্থানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইমতিয়াজ মাহবুব, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান প্রমূখ।
জেলায় ১০ হাজার ২ শত ২১ জন মৎস্য চাষী রয়েছে। এবছর জেলা থেকে ৩৩ হাজার ১ শত ২২ মে.টন মাছ উৎপাদন করা হয়েছে।