স্টাফ রিপোর্টার: দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ বাংলাদেশের জন্য নিয়ে এসেছে এক সুদিন। এখনও তারা রাস্তায় নেমে রাষ্ট্র-সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকগণ ছাত্রদের সাথে আছেন।
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)-এর নির্দেশে কয়েকদিন ধরে স্কুলের বিএনসিসির জুনিয়র প্লাটুনের ক্যাডেটগণ ও সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তাদের সহায়তায় আছেন শিক্ষকগণও। অধ্যক্ষ মহোদয় এমআইএসসি ও অন্যান্য প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর মাঝে খাদ্য-পানীয় ও ক্যাপ বিতরণ করেছেন। তাদেরকে জানিয়েছেন শুভকামনা।
দেখা যায়, কিছুদিন ধরে যানজট নিরসনে সড়ক-মহাসড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে।
এসময় শিক্ষার্থীরা যে সব মোটরসাইকেল চালকদের হেলমেট ছিল না তাদেরকে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর এবং আইন মেনে চলার আহ্বান করছেন শিক্ষার্থীরা। সাধারন মানুষ তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি পরিবহন চালকরাও নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালিয়ে তাদের সহযোগিতা করেন।
শিক্ষার্থীরা জানান, ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় যানজট সৃষ্টি হচ্ছিল এ কারণে যানজট নিরসনে জনসাধারণের জন্য কাজ করছি। একই সঙ্গে আমরা ছাত্র-ছাত্রীরা পরিস্কার-পরিচ্ছন্ন করছি, ট্রাফিক সামলাচ্ছি, বয়স্কদের রাস্তা পাড় করে দিচ্ছি।